ট্রাভেলস অব ইবনে বতুতা || H.A.R. Gibb , Iftekhar Amin (Translator)
"ইহার চেয়ে হতেম যদি
আরব বেদুইন!
চরণ-তলে বিশাল মরু
দিগন্তে বিলীন।
ছুটেছে ঘোড়া, উড়েছে বালি,
জীবন-স্রোত আকাশে ঢালি
হৃদয়-তলে বহ্নি জ্বালি
চলেছি নিশিদিন—"
ইবনে বতুতার ভ্রমণ কাহিনী পড়ার সময়ে আমার এমনটাই মনে হচ্ছিলো। আহা! কি জীবন! ঘর ছেড়েছিলেন মাত্র ২২ বছর বয়সে। আর ফিরেছেন দীর্ঘ ২৪ বছর পর, মাঝের সময়টায় ভ্রমণ করেছেন ৪০টি দেশে (বর্তমান বিশ্বের)। পাড়ি দিয়েছেন মরুভূমি, সাগর ও পাহাড়। মোকাবেলা করেছেন ঝড়-ঝঞ্ঝা, জলদস্যু-ডাকাত, যুদ্ধ। অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়েছিলেন- কিন্তু কোনোকিছুই তাকে থামাতে পারেনি। নতুন উদ্দোমে যাত্রা শুরু করেছেন। প্রায় সবখানেই পেয়েছেন আতিথেয়তা, অকৃত্রিম ভাতৃসুলভ ভালোবাসা ও সাহায্য।
বইটার শুরু থেকেই অপেক্ষায় ছিলাম কখন ইবনে বতুতার বাংলায় ভ্রমণের পার্টটা আসবে। এই অংশটা খুব বড় না হলেও ভালো লাগছিলো। বিশেষ করে হযরত শাহজালাল (র:) এর সাথে উনার সাক্ষাতের ঘটনাটা বেশ অলৌকিক, কাহিনীটা পড়ার সময় মনে হচ্ছিলো সত্যিই There are many things in heaven and earth.
ইবনে বতুতা ধর্মপ্রাণ মুসলিম ছিলেন, আর এজন্যই তার ভ্রমণকাহিনী জুড়ে ইসলামি শাসক, দরবেশ দের প্রতি তার সহজাত মুগ্ধতা স্পষ্ট ছিলো৷ মধ্যপ্রাচ্যের দেশগুলো আর সেখানকার মসজিদগুলোর বর্ণণা পড়ার সময় বারবার মনে হচ্ছিলো, যদি সে সময়ের মধ্যপ্রাচ্য ঘুরে আসতে পারতাম! বইয়ের পাতায় পাতায় বিভিন্ন স্থানের নাম আসছিলো, ইন্টারনেট ঘেটে সেখানকার ছবি বের করে দেখছিলাম আর ভৌগোলিক ও রাজনৈতিক ইতিহাস পড়ছিলাম।
সব মিলিয়ে ২৮৮ পৃষ্ঠার এই বইটি চমৎকার। ভ্রমণ কাহিনী যাদের ভালো লাগে তাদের জন্য হাইলি রিকমন্ডেড।

Comments
Post a Comment